বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার শুধু পর্দায় নয়, ক্যারিয়ারেও এবার নতুন ভূমিকায়। বাবার দায়িত্বের সঙ্গে এবার যুক্ত হয়েছে ‘কোচ’ এর ভূমিকা।
আসন্ন ছবি ‘কিং’ এ মেয়ের বড় পর্দায় অভিষেককে নিখুঁত করতে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন স্বয়ং শাহরুখ খান। এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও তার কন্যা সুহানা খান, আর এ কারণেই ছবিটি নিয়ে ভক্তমহলে উত্তেজনা এখন তুঙ্গে।
অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রি এবং বাইরে বাবা-মেয়ের এই যৌথ প্রজেক্ট নিয়ে কানাঘুষো চলছিল, যদিও শাহরুখ বা সুহানা কেউই প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি।
তবে বিশ্বস্ত সূত্রে খবর, অ্যাকশন-নির্ভর এই ছবির জন্য শুটিং সেটেই শাহরুখ তৈরি করেছেন একটি বিশেষ ট্রেনিং জোন। এই জোনে, সুহানার অ্যাকশন দৃশ্যের প্রায় সব অনুশীলন হচ্ছে শাহরুখের সরাসরি তত্ত্বাবধানে।
সম্প্রতি মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। সেখানেই তিনি প্রকাশ্যে আনেন চাঞ্চল্যকর তথ্য।
ফারহা জানান, কীভাবে 'কিং' ছবির জন্য অ্যাকশন দৃশ্যের খুঁটিনাটি হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ। মেয়ের প্রথম অ্যাকশন ভূমিকার জন্য এই নিবেদিতপ্রাণ ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে।
'কিং' ছবিটি একটি বড় বাজেট, অ্যাকশন-নির্ভর কনটেন্ট নিয়ে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক মানের এই ছবির শুটিং হয়েছে ভারত এবং ইউরোপের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে। ছবিতে যুক্ত হয়েছে একটি আন্তর্জাতিক টিমও, যা এই ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অ্যাকশন-প্যাকড এই থ্রিলারটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।