সামান্থার বিয়ের পরই নাগার ঘরে নতুন অতিথি !

প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার সুখবর আসার গুঞ্জন অভিনেতা নাগা চৈতন্যের সংসারে। দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেতা কি বাবা হতে চলেছেন? সম্প্রতি নাগার বাবা ও সুপারস্টার নাগার্জুনের রহস্যময় মন্তব্যে এমনই জল্পনা ছড়িয়েছে শোবিজ পাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগার্জুনকে প্রশ্ন করা হয়, তিনি কি খুব তাড়াতাড়ি দাদা হতে চলেছেন? এমন প্রশ্নের উত্তরে বিষয়টি উড়িয়ে দেননি তিনি। বরং একগাল হেসে রহস্য জিইয়ে রেখে নাগার্জুন বলেন, ‘সময়মতো ঠিক জানাব।’

তার এই সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই নেটিজেনদের ধারণা, নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সংসারে সত্যিই নতুন অতিথি আসছে। জল্পনায় সরাসরি সিলমোহর না দিলেও বিষয়টি অস্বীকার না করায় ভক্তরা ইতোমধ্যে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

এর আগে, ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সামান্থা রুথ প্রভু। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সামান্থা লিখেছিলেন ‘০১.১২.২০২৫’।

২০১৭ সালে ভালোবেসে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। চার বছরের মাথায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর গত বছর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেন নাগা। আর বিচ্ছেদের চার বছর পর নতুন করে সংসার পাতলেন সামান্থা।