বিলাসবহুল বাংলো ছেড়ে নতুন বাড়িতে নিক-প্রিয়াঙ্কা

লস অ্যাঞ্জেলসের ১৫০ কোটি টাকার বিলাসবহুল বাংলো ছেড়ে নতুন বাড়িতে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে হঠাৎ এই সিদ্ধান্ত কেনো প্রিয়াঙ্কার?

২০১৯ সালে ১৫০ কোটি টাকা দিয়ে লস অ্যাঞ্জেলসের এক বিলাসবহুল বাংলো কিনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। কিন্তু সেই বিলাসবহুল বাংলোই হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। পানি লিক করার কারণে বসার ঘরের সমস্ত ডিজাইনার আসবাব নষ্ট হয়ে যাচ্ছে। এ যেন এক দুঃস্বপ্ন প্রিয়াঙ্কার কাছে। যার জন্য এই বিলাসবহুল বাংলো ছাড়লেন নিক- প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে তাঁদের নতুন বাড়ির ছবি দিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে বড় কাচের জানালা। তার সামনে একটা কাঠের টেবিল ও চেয়ার। বাইরে ঝমঝম বৃষ্টি।

প্রসঙ্গত, যে মালিক লস অ্যাঞ্জেলসের ওই বাংলো তাঁদের মিথ্যে বলে গছিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ এর মে মাসেই ওই মামলা দায়ের করেন তিনি।