অনেক কাঠখড় পুড়িয়ে স্বপ্নের বাড়িতে নিক-প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থাকা শুরু করেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলেসে ১৬৬ কোটি টাকা দিয়ে বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন নায়িকা। কিন্তু সেই বাড়ি থেকেই বেরিয়ে যেতে হয়েছিল প্রিয়াঙ্কা ও তার গায়ক স্বামী নিক জোনাসকে।

২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেই লস অ্যাঞ্জেলসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। বাড়িটির দাম ১৬৬ কোটি টাকা। কিন্তু তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এক দুঃস্বপ্নে পরিণত হয়।

তাদের বাড়িতে ছত্রাকের আক্রমণ ঘটে। এটি আসলে বসবাসের অযোগ্য বাড়ি। এই ঘটনার পরেই দম্পতি তাদের মেয়ে মালতি মারির সঙ্গে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হন। 

২০২৩ সালের মে মাসে বাড়ি বিক্রেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তারা। সেই মামলায় উল্লেখ করা হয়েছে যে, বাড়ির পুল কেনার পরে খারাপ ওয়াটারপ্রুফিংয়ের মতো বিষয়গুলো অসুবিধার কারণ হয়ে ওঠে। সেখান থেকেই ছত্রাক ও দূষণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি হতে থাকে। 

বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা। এবার বাড়িটিকে পুনর্নির্মাণ করে সব সমস্যার সমাধান করা হয়েছে। সেখানেই খুব শিগগিরই গোটা সংসার নিয়ে ফিরছেন তারকাদম্পতি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।