বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এবার বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কাড়লেন তিনি।
ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস নাইট আউটের জন্য তিনি বেছে নিয়েছেন তার অন্যতম প্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর তৈরি পোশাক।
মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট। তাতে দেখা যায়, ফ্লোরা শাড়ি পরেছেন আলিয়া। এ শাড়ির লম্বা একটি আঁচল পড়ে আছে ফ্লোরে। শরীর থেকে যেন ঠিকরে পড়ছে রূপের দ্যুতি!
শাড়িটির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ২৩ ফুট লম্বা ট্রেন। এই একটি শাড়ি ও ব্লাউজ তৈরি করতে ১৬৩ জন কারিগরের সময় লেগেছে ৯৯৬৫ ঘণ্টা।
মেকআপেও ছিল বিশেষত্ব। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাজো, গালে রুজ, ফুশিয়া গোলাপী ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা। আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি।
গত বছরও মেট গালায় হাজির হয়েছিলেন আলিয়া। তখন আলিয়া পরেছিলেন সাদা রঙের গাউন। পুরো গাউন জুড়ে শোভা পাচ্ছিল মুক্তা। সূত্র: হিন্দুস্তান টাইমস।