অভিনেতা আমির খানের কাল্ট চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ বুদ্ধিদীপ্ত সংলাপ আর উপস্থিত বুদ্ধির জন্য দর্শকের মন জয় করা চরিত্র ‘মিলিমিটার’ কি মনে আছে? সেই চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ২০০৯ সালের ছবিতে কিশোর বয়সে অভিনয় করা রাহুল এখন পুরোপুরি বড় হয়ে গেছেন এমনকি জীবনসঙ্গীও খুঁজে পেয়েছেন।

সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তিনি এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তুরস্কের তরুণী কেজিবান দোয়ানের সঙ্গে, আর তাদের প্রেমের শুরুটাও হয়েছিল থ্রি ইডিয়টসকে কেন্দ্র করেই।

সম্প্রতি দিল্লিতে এক পথফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন রাহুল ও তার স্ত্রী। ফটোগ্রাফার যখন পরিচয় জানতে চান, রাহুল বলেন, ‘আমি রাহুল, আর উনি আমার স্ত্রী কেজিবান দোয়ান, উনি তুরস্ক থেকে।’ পাশে দাঁড়িয়ে কেজিবান হেসে যোগ করেন, ‘হ্যাঁ, আমরা বিয়ে করেছি ৪ মে।’
আলোচনা চলতে চলতে কেজিবান জানান, ‘তিনি প্রথম রাহুলকে দেখেছিলেন থ্রি ইডিয়টস ছবিতে মিলিমিটার চরিত্রে। সেই অভিনয় দেখে তিনি রাহুলকে মেসেজ করেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের যোগাযোগ।’

ভিডিওতে দেখা যায়, রাহুল মজার ছলে ফটোগ্রাফারকে জিজ্ঞেস করছেন তাদের কপালের টিকা ঠিকঠাক লাগছে কিনা। রাহুল পরেছিলেন সাদা শার্ট আর বেইজ ট্রাউজার আর কেজিবান ছিলেন লাল পোশাকে। ভিডিওর শেষে প্রকাশিত হয় দম্পতির আরও কিছু সুন্দর মুহূর্ত।

১৬ বছর পর ‘মিলিমিটার’-কে দেখে নস্টালজিয়ায় ভেসে যান অসংখ্য দর্শক। কমেন্টে ভক্তরা লিখেছেন, ‘মিলিমিটার এখন তো কিলোমিটার হয়ে গেছে’ আবার কেউ বলেছেন, ‘ওই চরিত্রটাকে কখনো ভুলতে পারব না।’
এ বছরের ৪ মে রাহুল ও কেজিবান হিন্দু এবং খ্রিস্টান দুই রীতিতেই বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে বিবাহের ছবি শেয়ার করে রাহুল লিখেছিলেন, ‘মাই ফরএভার।’
থ্রি ইডিয়টস ছাড়াও রাহুল অভিনয় করেছেন বন্দিশ বন্দিতস, ক্যাম্পাস বিটস এবং সন্দীপ অউর পিঙ্কি ফারারসহ আরও কিছু জনপ্রিয় প্রজেক্টে।
কন্যা সন্তানের বাবা হলেন রাজকুমার
মিস ইন্টারন্যাশনালের মঞ্চে বাংলাদেশের জেসিয়া