রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের পর এবার ছবিটি জিতল আন্তর্জাতিক স্বীকৃতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে আয়োজিত ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫–এ জনপ্রিয়তার ভিত্তিতে পপুলার চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছে ছবিটি। দুই দশকের কর্মজীবনে এটিই পরিচালক মোহিত সুরির প্রথম আন্তর্জাতিক পুরস্কার, যা তাকে অভিভূত করেছে।

পুরস্কার জয়ের পর পরিচালক বলেন, ‘এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করছি। এটাই আমার প্রথম পুরস্কার জয়। এই ছবিতে অনেক কিছুই প্রথম। অভিনেতাদেরও এটা প্রথম কাজ, প্রথম আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম। প্রযোজক হিসাবে প্রথম কাজ অক্ষয়ীর। এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম এবং দিলওয়ালে দুলহানিয়া দেখতে প্রেক্ষাগৃহে যেতাম, সেই প্রথম ছারপোকার কামড় খেয়েছিলাম। আমি চেয়েছিলাম ছবির পরিচালক হতে।’

প্রযোজক আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যে পৃথিবীতে প্রেমে কেউ বিশ্বাসী নন, সেখানে আপনি বিশ্বাস বদলেছেন। আপনি আমার ওপর ভরসা করেছেন। আমার চিত্রনাট্যে ভরসা রেখেছেন। এই পুরস্কার আমার একার নয়, সকলের। তরুণ যুগলের প্রেম জাদু করেছে।’

গত ১৮ জুলাই মুক্তি পায় রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৫’শ কোটি রুপির বেশি। ওটিটি মাধ্যমেও দেখিয়েছে দাপট।
