ভাইজান-রাশমিকায় ৩১ বিতর্কের ঝড়

‘সিকান্দার’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। সালমানের সঙ্গে জুটি বাঁধার সুযোগ পেয়ে দারুণ খুশি এই নায়িকা।

কিন্তু এই জুটি নিয়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। সালমানের সঙ্গে রাশমিকার বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

রাশমিকার থেকে সালমান ৩১ বছরের বড়। ৩১ বছর বয়সের বড় অভিনেতার সঙ্গে পর্দায় রাশমিকা জুটি বাঁধছেন, এই বিষয়টি অনেকেই গ্রহণ করতে পারছেন না। সালমানের বয়স এখন ৫৮ আর রাশমিকার ২৭। নেটিজেনদের একাংশ তাদের জুটিকে বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করছেন।

এই ধরনের বিতর্কের মুখে এর আগেও সালমান পড়েছেন। ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। পূজার বয়স তখন ৩৩। সেই জুটির জন্যও সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। আর এবার ২৭ বছরের অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় তুমুল সমালোচনার শিকার এই তারকা।

এদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি।

অন্যদিকে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। 

২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তাই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

উল্লেখ্য, সালমানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার ৩’। ক্যাটরিনা কাইফের বিপরীতে এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। সূত্র: পিঙ্কভিলা, হিন্দুস্থান টাইমস।