সালমানের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন আমিশা

বলিউড তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহের শেষ নেই। বিশেষ করে ৬০ বছর ছুঁই ছুঁই সালমান খান নিয়ে সবার আগ্রহ আরও বেশি। বয়স হলেও অবিবাহিতের তালিকায় থাকা অন্য তারকাদের মধ্যে আছেন ‘কহনা পেয়ার হে’খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলও। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে চলছে গুঞ্জন। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভক্তদের অনেকেই মনে করছেন হয়ত এ তারকা জুটি বিয়ে করবেন বলেই এতো অপেক্ষা করছেন। এবার বলিউড মেগাস্টার সালমান খানকে বিয়ে ও তার সন্তান জন্ম দেয়া প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জানিয়েছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এক ভক্ত আমিশাকে অনুরোধ করে বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান ও আপনি (আমিশা প্যাটেল) দুজনেই অবিবাহিত। তাই যোগ্য পাত্র সালমানের উপযুক্ত পাত্রী আপনি। আপনারা দেখতেও দুজন সুন্দর। তাই পৃথিবীতে সুন্দর সন্তান জন্ম দেয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত।

ভক্তের এমন অনুরোধ আমিশা বলেন, বিয়ের জন্য এটা আসলেই দারুণ কারণ। আসলে সুন্দরদের একসঙ্গে দেখতে সবাই পছন্দ করেন।
 

আমিশা আরও বলেন, সালমান এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। সালমানের সঙ্গে বিয়ের সম্ভাবনা আছে কিনা আমি জানি না। তবে আপনারা কী চান? আমরা বিয়ে করি নাকি একসঙ্গে কোনো সিনেমায় জুটি গড়ি?
 
আমিশা বলেন, মনের মতো পাত্র না পাওয়ায় বিয়ে করছি না। তবে আমি বিয়ে করতে চাই। বিয়ের জন্য আমি কবে থেকেই প্রস্তুত।
 

সালমান ও আমিশাকে একবারই পর্দায় জুটি গড়তে দেখা গেছে। ২০০২ সালে  ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে মিষ্টি রোমান্টিক জুটি হিসেবে ধরা দিয়েছিলেন এ দুই বলিউড তারকা।

মাঝে অনেকদিন সিনেমা জগত থেকে দূরে ছিলেন আমিশা প্যাটেল। তবে সদ্য মুক্তি পাওয়া ‘গাদার ২’ সিনেমার মাধ্যমে দারুণ প্রত্যাবর্তন হয়েছে তার। সানি দেওলের সঙ্গে ঝুটিবদ্ধ হয়ে ‘গাদার’ সিনেমার অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই চর্চায় উঠে এসেছিলেন আমিশা। এবার এই জুটির ‘গাদার ২’ সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছে।