কাপুর পরিবারের উত্তরাধিকার নিয়ে যা বললেন কারিনা

ভারতে কাপুর পরিবার শুধু অভিনয়ে নয়, গ্ল্যামার, ইতিহাস আর রূপকথার অংশ। সেই পরিবারের বর্তমান প্রজন্মে কারিনা কাপুর খান (৪৪), রণবীর কাপুর (৪২) এবং আলিয়া ভাট কাপুর (৩২) এই তিন মুখ কাপুরদের আধুনিক প্রজন্মের মুখপাত্র।

এক পরিবারে এতজন স্টার থাকার পরেও ‘চিরাগ-ই-কাপুর’ তকমা এতদিন রণবীর কাপুরের গায়েই লেগেছিল। কিন্তু কারিনা কাপুরের সাম্প্রতিক এক মন্তব্যে সেই ধারণায় বদল এসেছে।

সদ্য এক সাক্ষাৎকারে কারিনা বলেন, আমি আর করিশমাই কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করেছি। রণবীর আসার আগেই আমাদের পথচলা শুরু। মা বলেন, ‘ওরা শুধু বাঘিনী নয়, ওরা বাঘ! কারণ ওরাই কাপুরদের নাম বাঁচিয়ে রেখেছে।’

কারিনার এই বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া। একইসঙ্গে কারিশমা কাপুরকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। 

এক নেটিজেন লিখেছেন, কারিশমা হেঁটেছিলেন, যেন কারিনা আর রণবীর দৌড়াতে পারে।” আরেকজনের মন্তব্য, “কারিশমা দৌঁড়েছেন বলেই ওরা হামাগুড়ি দিতে পেরেছে।

অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, ছোটবেলায় কারিনাকে সবাই চিনতেন, ‘কারিশমার বোন’ হিসেবে। সেই কারিশমাই লড়াই করে পথ তৈরি করেছিলেন বোন আর ভাইয়ের জন্য।

অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, রণবীর প্রতিভাবান, ঠিক আছে। কিন্তু তার জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা ছিল। কারিশমাকে সেটা ছিনিয়ে নিতে হয়েছে।

উল্লেখ্য, ২৫ বছর পূর্ণ করলেন করিনা কাপুর খান, আর রণবীরের কেরিয়ারের ১৮ বছর। কিন্তু ৩৪ বছর আগে যখন করিশ্মা কাপুর বড়পর্দায় এলেন, তখন কাপুর পরিবারে কোনও নারী মুখ ছিল না সিনে দুনিয়ায়। পুরুষ-কেন্দ্রিক ঐতিহ্য ভেঙে করিশ্মা কাপুর-ই ছিলেন প্রথম ‘লেডি কাপুর’। তাই করিনার বক্তব্যে একরকম সম্মতি দিচ্ছেন অনেকেই—রণবীর কাপুর যতই ‘চিরাগ’ হন, কাপুরদের আসল আগুনটা জ্বালিয়েছেন করিশ্মা ও করিনা-ই।