কবে আসছে অ্যানিম্যাল এর সিক্যুয়েল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় পর্দায় রণবীরের ভয়ংকর ও বিধ্বংসী রূপ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। সেই সঙ্গে সিনেমার শেষ দৃশ্যে সিক্যুয়েলের ইঙ্গিত থাকায় ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। অবশেষে সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান ঘটালেন খোদ অভিনেতা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে যেসব আলোচনা চলছে, সেগুলো কোনো গুজব নয়। তিনি বলেন, সিনেমার শুটিং চলাকালীনই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মাথায় সিক্যুয়েলের ভাবনা আসে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম পর্বের শেষ দৃশ্যে ‘অ্যানিম্যাল পার্ক’ নামটি দেখানো হয়েছিল, যাতে দর্শকদের মধ্যে আগ্রহ ও কৌতূহল বজায় থাকে।

তবে সিক্যুয়েল নিশ্চিত হলেও এখনই এর শুটিং শুরু হচ্ছে না। জানা গেছে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে অন্য একটি বড় বাজেটের প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই কাজ শেষ হওয়ার পরই ‘অ্যানিম্যাল পার্ক’-এর প্রস্তুতি শুরু হবে। ফলে সিনেমাটির শুটিং ও মুক্তি দুটোই সময়সাপেক্ষ বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিক্যুয়েল নিয়ে দর্শকদের জন্য বড় চমকও থাকতে পারে। গুঞ্জন রয়েছে, ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। অর্থাৎ একই সিনেমায় তিনি নায়ক ও এক ভয়ংকর খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন। এমন হলে গল্পে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও এর সহিংসতা ও কিছু দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তবে সব বিতর্ক ছাপিয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতাতেই নির্মাতারা এখন দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্তে এগিয়েছেন।

NB/FJ
আরও পড়ুন