ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যেভাবে কারিনার রাগ সামলান সাইফ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:১৮ এএম

এক যুগেরও বেশি সময় ধরে সফল দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের মধ্যে দেখা যায় গভীর বোঝাপড়া, শ্রদ্ধা ও পরিপক্বতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী কারিনার রাগের সময় তিনি কীভাবে পরিস্থিতি সামলান, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন সাইফ নিজেই।

সাইফ জানালেন, স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই তার মূল ভরসা। নায়কের কথায়, ‘কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।’ 

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে তাদের মধ্যে প্রায় ১১ বছরের পার্থক্য থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনোই সমস্যা হয়ে দাঁড়ায়নি। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই সন্তান তৈমুর ও জেহ।

এর আগে কারিনা কাপুরও জানিয়েছেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি। কারিনার ভাষায়, ‘ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’

NB/SN
আরও পড়ুন