শাহরুখের অজানা গল্প শোনালেন বোমান ইরানি

বলিউডের গুণী অভিনেতা বোমান ইরানি সম্প্রতি ভাগ করে নিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহশিল্পী শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের কিছু অজানা ও অন্তরঙ্গ মুহূর্ত। ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে কাজ করা এই দুই তারকার বন্ধুত্বের রসায়ন বরাবরই দারুণ। এবার হিউমন্স অফ বম্বের সঙ্গে আলাপচারিতায় শাহরুখকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন বোমান।

তিনি জানান, শাহরুখ খান শুধু বড় পর্দার নয়, বড় মনের মানুষও। বলেন, ‘শাহরুখের হৃদয় বিশাল। তার বাড়ি মানে যেন এক উষ্ণ আশ্রয়। দরজা সবসময় খোলা, স্ন্যাক্স সবসময় প্রস্তুত। যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়।’

বোমান আরও বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। যে কোনো সমস্যাকেই আমরা হালকাভাবে নিই, কারণ জানি, একসাথে থাকলে সবকিছু সহজ হয়ে যায়।’

তবে মজার ছলে কিং খানের একটি অভ্যাসের কথা তুলে ধরেছেন এই অভিনেতা। হাসতে হাসতেই বলেন, ‘খাবারের ব্যাপারে শাহরুখ একেবারে একঘেয়ে। শুধু তন্দুরি চিকেন! বাইরে খেতে গেলে সবার যখন খাবার নিয়ে উচ্ছ্বাস, তখন শাহরুখ ব্যস্ত গল্পে। খাবার ঠান্ডা হলেও তার কিচ্ছু যায় আসে না।’

এদিকে শাহরুখ খান শিগগিরই আসছেন নতুন ছবি ‘কিং’-এ, যেখানে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই ছবিটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এছাড়া ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ লঞ্চ ইভেন্টেও সম্প্রতি দেখা গেছে বলিউড বাদশাকে।