ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে তার সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে চলে নানা আলোচনা। গত ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার দারুণ সাফল্যের পর এখন শাকিব খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন তার ফলোয়াররা।

ইতোমধ্যে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খান নিজেই আগামী ঈদুল ফিতরের সিনেমার নাম ঘোষণা দিলেন। ‘প্রিন্স-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র থিমেটিক ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির নির্মাতা আবু হায়াত মাহমুদ, শাকিব খানসহ ছবির কলাকুশলীরা একযোগে পোস্টারটি উন্মোচন করেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।’

শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে।’

সেই পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র- যার দুই হাতেই পিস্তল, উঁচু করে ধরা। চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম- যেমন বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা- ‘মেগাস্টার শাকিব খান- প্রিন্স- একদা এক সময় ঢাকাতে।

পোস্টারটি প্রকাশের পরপরই শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, এই সিনেমা ঢালিউডের ইতিহাসে মাইলফলক হবে, কেউ লিখেছেন ‘শাকিব মানেই চমক।

শোনা যাচ্ছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

MH/MMS
আরও পড়ুন