বিচ্ছেদের পথে মোনালি ঠাকুর

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের দাম্পত্য জীবনে নেমে এসেছে অস্থিরতার ছায়া। স্বামী মাইক রিখটারের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব এবার বিচ্ছেদ পর্যন্ত গড়াতে যাচ্ছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় মোনালির সাম্প্রতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে তিনি ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। ভারতীয় সংবাদমাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানায়, গত বছর মোনালির মায়ের মৃত্যুর পর থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর থেকে দুজনের যোগাযোগ প্রায় বন্ধ ছিল।

Monali Thakur2

২০১৭ সালে একটি ট্রিপে মোনালি ও সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারের পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। ২০২০ সালে করোনাকালে ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি।

প্রথমদিকে সম্পর্ক সুখের হলেও সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এখন সেটি আনুষ্ঠানিক বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলে জানা গেছে। খুব শিগগিরই মোনালি ও মাইক তাঁদের সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন।