মুম্বাইয়ের বান্দ্রা এলাকার সালমান খানের বাড়িতে গত বছর গুলি চালানোর ঘটনায় যথেষ্ট তোলপাড় হয়েছিল। সে ঘটনার বছরও না যেতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উত্তর প্রদেশের বরেলিতে দিশার বাসভবনের বাইরে এই ঘটনা ঘটে। গুলিতে কেউ আহত হননি। তবে ঘটনার প্রকৃত কারণ এবং গুলি চালানো ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনার সঙ্গে সম্পর্কিত ফেসবুক পোস্টে গ্যাংস্টার বাহিনী দায় স্বীকার করেছে। পোস্টে লেখা হয়েছে, তারা অভিনেত্রী এবং তার পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, যা তাদের ধর্ম ও সাধুদের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে। পোস্টে হুমকিস্বরূপ আরও বলা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণ করলে কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আলামত সংগ্রহ ও গোয়েন্দা তল্লাশি চলছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে। পুলিশের আশা, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় স্পষ্ট হবে।
এদিকে অভিনেত্রী দিশা পাটানি এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।