ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি মানুষের প্রতি আস্থা হারানো ও সমাজে নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তুলে ধরেন বর্তমান সমাজের পরিবর্তিত চিত্র।
মাহি লেখেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার না, সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।’
বর্তমান বাস্তবতা নিয়ে তিনি আরও বলেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।

সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে মাহি উল্লেখ করেন, এখন মানুষ মানুষকেই ভয় পায়। নিজের মতামত প্রকাশ করতেও অনেকে ভীত, কারণ সমালোচনা ও কটূক্তির আশঙ্কা থাকে।
স্ট্যাটাসের শেষে তিনি প্রশ্ন রাখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?
অভিনেত্রীর এ লেখাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে মন্তব্য করেছেন, মাহি যেন তাদের মনের কথাই প্রকাশ করেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের পাশে শাহরুখ
রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় থাকছেন আফসানা মিমি