মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা কঙ্গনার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫ বছরে পা রাখেন। জন্মদিনে দেশ-বিদেশ থেকে দেওয়া শুভেচ্ছায় বার্তায় ভেসেছেন তিনি। এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তবে মোদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য কঙ্গনা বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী পথ।

কঙ্গনা রণৌত

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় হিমাচল প্রদেশের মাণ্ডিতে এক বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেন কঙ্গনা। সেই সঙ্গে স্থানীয় বিজেপি ইউনিটের পক্ষ থেকে আয়োজিত এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্ত দেন তিনি। এই উপলক্ষে রক্তদানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কঙ্গনা নিজেই।

কঙ্গনা রণৌত

ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন।’

প্রধানমন্ত্রী মোদির প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজির জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রেই উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল তিনি।’কঙ্গনা রণৌত

কঙ্গনার কন্ঠে মোদির প্রশংসা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি প্রধানমন্ত্রীকে ‘আদর্শ নেতা’ হিসেবে উল্লেখ করে এসেছেন। মোদির বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন মহলের কটাক্ষের জবাবও দিয়েছেন তিনি বারবার। চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হিমাচলের মাণ্ডি কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা।

প্রধানমন্ত্রীর জন্মদিনে তার এ রক্তদান কর্মসূচিকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। সমাজসেবার সঙ্গে রাজনৈতিক দায়িত্ববোধের এমন সংমিশ্রণ ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।