বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। জন্মের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে কৌশল পরিবার। এর মধ্যেই ‘বেবি কৌশল’ কে ঘিরে শুরু হয়েছে জ্যোতিষীয় আলোচনা ও ভবিষ্যদ্বাণী।
একজন নামকরা বলিউড জ্যোতিষী ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্মছক কষে এক বড় ভবিষ্যদ্বাণী করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর সূত্রে জানা গেছে, শিশুটির জন্ম সকাল ৮টা ২৩ মিনিটে, রোহিণী নক্ষত্রে।
জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রকে সৌভাগ্য এবং সৃজনশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষীর মতে, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত আকর্ষণীয়, বুদ্ধিমান, সৃজনশীল ও সত্যনিষ্ঠ হন। শিল্পকলার প্রতি তাদের সহজাত ঝোঁক থাকে এবং তারা লেখালেখি, আঁকা বা অভিনয়ের মতো সৃজনশীল পেশায় দারুণ সাফল্য পান। উল্লেখযোগ্যভাবে, ভগবান শ্রীকৃষ্ণও এই রোহিণী নক্ষত্রেই জন্মেছিলেন।
এই জ্যোতিষীয় বিশ্লেষণের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে, ভিকি ও ক্যাটরিনার সন্তানও বড় হয়ে শিল্পীসত্তায় উজ্জ্বল হবে। এমনকি, বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে সে বলিউডেও নাম করতে পারে।
জ্যোতিষীরা আরও বলছেন, কৌশল পরিবারের জন্য নভেম্বর মাস এবং ‘৭’ সংখ্যাটি বিশেষ শুভ। ৩ নভেম্বর ভিকির মা বীণা কৌশলের জন্মদিন। অন্যদিকে, ভিকি ও ক্যাটরিনা উভয়েরই জন্মতারিখ ১৬ (১+৬ = ৭)। আর তাদের সন্তানের জন্মও হলো ৭ নভেম্বর। ফলে এই ‘৭’ সংখ্যাটি কৌশল পরিবারের জন্য বিশেষ সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে।
সব মিলিয়ে জ্যোতিষীয় হিসেব বলছে, ‘জুনিয়র কৌশল’ শুধু বাবা-মায়ের নয়, ভবিষ্যতে পুরো বলিউডের গর্ব হয়ে উঠতে পারে।