সুপারহিরো সিনেমার জগতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্যাম রেইমির ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি ছিল এক অনবদ্য চমক। স্যাম রেইমির পরিচালনায় টোবি ম্যাগুয়ারের পিটার পার্কার আর কির্সটেন ডানস্টের মেরি জেন ওয়াটসন ছিল দর্শকের প্রিয় চরিত্র। কিন্তু এই যুগ আর ফিরে আসবে না! খবর ভ্যারাইটির।
সম্প্রতি স্ক্রিনর্যান্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্যাম রেইমি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, টোবি ম্যাগুয়ার ও কির্সটেন ডানস্টের স্পাইডার-ম্যানের আর কোনো ভবিষ্যত নেই। তিনি বলেন, আমার তিনটি সিনেমার পর, আমি মশালটি আরেকজনকে তুলে দিয়েছি, আর এখন তাদেরই গল্প এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের সুপারহিরো ভক্তরা এখন টম হল্যান্ডের নেতৃত্বে নতুন যুগে ‘স্পাইডার-ম্যান’-এর গল্পে মগ্ন।
এখনকার ‘স্পাইডার-ম্যান’ এর ভক্তরা টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’ সংস্করণ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এবং তাই পুরনো দিনের পিটার পার্কার আর মেরি জেনের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও জানান স্যাম রেইমি।
এদিকে, নতুন প্রজন্মের ‘স্পাইডার-ম্যান’ হিসেবে টম হল্যান্ড আরও বড় পরিসরে সিনেমার পর্দায় উঠে আসছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে নতুন ফিল্ম ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যা পরিচালনা করেছেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য টেন রিংস’-এর পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে থাকছেন জেন্ডায়া, জন বার্নথাল, স্যাডি সিংক, মার্ক রাফেলোসহ আরও অনেক তারকা।