নায়িকা হয়েই বাঁচতে চাই, পার্শ্বচরিত্রে নয়: ভাবনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ছোটপর্দা, বড়পর্দা, সাহিত্য কিংবা নৃত্য—সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর ক্যারিয়ার পরিকল্পনা, সমসাময়িক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে ভাবনা স্পষ্ট জানান, তিনি সবসময় প্রধান চরিত্রে অভিনয় করতে চান। পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের দেশে একবার পার্শ্বচরিত্রে অভিনয় করলে নির্মাতারা সারাজীবন সেই ধরনের চরিত্রের জন্যই ডাকেন। আমি মেরিল স্ট্রিপের মতো আজীবন প্রধান চরিত্রে অভিনয় করে যেতে চাই।’

তবে সব চরিত্রের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যোগ করেন, যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রফেশনালিজমের অভাব থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা জানান, তিনি বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই। সম্পর্কের অর্থ তাঁর কাছে কেবল নারী-পুরুষের প্রেম নয়, বরং বন্ধুত্বেও মান-অভিমান বা বিচ্ছেদ থাকতে পারে। 

বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে। তার আগে কোনো গুঞ্জন সত্য নয়।’

ভাবনা বর্তমানে সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। 

দীঘি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দীঘি বয়সে ছোট হলেও আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মিল রয়েছে।’ এছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় আইস্ক্রিনের একটি প্রজেক্ট এবং ‘পায়েল’ সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি।

অভিনয়ের বাইরে নিয়মিত ছবি আঁকা, শাস্ত্রীয় নৃত্য চর্চা এবং লেখালেখিতেই সময় কাটে তাঁর। ‘গুলনেহার’ ও ‘তারা’র মতো জনপ্রিয় উপন্যাসের এই লেখিকা বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুখবর আসার অপেক্ষায় আছেন।

DR/SN
আরও পড়ুন