যে গুণ দেখে পাত্রী খোঁজার পরামর্শ প্রিয়াঙ্কার

‘বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজো না। বরং সভ্য মানুষ খোঁজ। কারণ সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে। কিন্তু আচার-ব্যবহার মানুষের পরিচয়।’  প্রিয়াঙ্কা চোপড়া পুরুষদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এক বিশেষ বার্তায় এ মন্তব্য করেন। এমন মন্তব্যের জেরে বিতর্কের জড়িয়ে পড়েন এই তারকা অভিনেত্রী। 

অভিনেত্রীর এই মন্তব্যের পর অনেকেই পাল্টা মন্তব্য করতে শুরু করেন। বিশেষ করে পুরুষদের মন্তব্য এমন ছিল, তাহলে নারীদের বিয়ে করার সময় স্বামীর টাকা-পয়সা দেখার দরকার নেই।

২০১৮ সালে এক রাজকীয় আয়োজনে বিয়ে সারেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে ছোট নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী। একেবারে যেন রাজা-রানীদের মতোই ছিল তাদের বিয়ের আয়োজন।

porinka chopra

বলা বাহুল্য, বিয়ের পোশাক থেকে আতশবাজি কিংবা ভেন্যু, সবকিছুতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। বিয়েতে অভিনেত্রী খরচ করেছিলেন কোটি কোটি টাকা। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। সম্পর্কেও নাকি জড়িয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। শোনা যায়, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। 

তবে বয়সে ছোট সেই নিককে বিয়ে করে যে তারা সুখের সংসার কাটাচ্ছেন, তা যেন বলার বাকি রাখে না। নিজেদের চলাফেরা, দেখে তো বোঝাই যায়। এছাড়াও নিজের মুখেও এমন কথা বহুবার বলেছেন প্রিয়াঙ্কা। 

বরাবরই লিঙ্গ-বৈষম্য নিয়ে কথা বলে এসেছেন প্রিয়াঙ্কা। নিজেকে নারীবাদী বলেও দাবি করেছেন। তবে কখনোই পুরুষদের খাটো করেননি এই অভিনেত্রী। পুরুষের সঙ্গে নারীদের সমান অধিকারের দাবি করে এসেছেন। প্রিয়াঙ্কা মনে করেন, নিজে স্বামী হিসেবে যাকে পেয়েছেন সেই পুরুষ তাকে প্রতি ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন। তাই নিককে নিয়ে গর্বিত প্রিয়াঙ্কা। সুত্র : আনন্দবাজার