হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মাল্টিপ্লেক্স হলে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিকভাবে একই দিনে মুক্তি পাওয়া এই ছবি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার পরিচালক পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালের টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে কাজ শুরু হলেও ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে শুটিং মূলত সম্পন্ন হয়।
সিনেমার মুখ্য চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি। ডিক্যাপ্রিও এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন।
ডিক্যাপ্রিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন, আমাদের সমাজের বিভাজন ও চরমপন্থার প্রভাব এই সিনেমায় প্রতিফলিত হয়েছে। যদিও ছবির সরাসরি কোনো রাজনৈতিক বার্তা নেই, তবুও তা রাজনৈতিক ব্যঙ্গ ও কমেডি-মিশ্রণ রূপে উপস্থাপিত হয়েছে।
সিনেমার গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হওয়ার গল্প ফুটে উঠেছে। সমালোচকেরা প্রশংসা করেছেন ছবির সামাজিক প্রতিফলন, অ্যাকশন এবং রাজনৈতিক ব্যঙ্গের সমন্বয়। দ্য গার্ডিয়ান উল্লেখ করেছে, এই সিনেমা অসন্তোষ, প্রতিবাদ ও সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প বলে, যা আজকের আমেরিকায় বিরল।
প্রাথমিকভাবে ছবির নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’, তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।
ডিক্যাপ্রিও বলেন, অ্যান্ডারসন সবসময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। সিনেমাটি প্রদর্শনীর পর ধারণা করা হচ্ছে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও পল টমাস অ্যান্ডারসনের জন্য এটি হতে পারে এক নতুন মাইলফলক।