রাজকীয় বিয়েতে জেনিফার পারিশ্রমিক কত

রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হলো এক জমকালো রাজকীয় বিবাহ অনুষ্ঠান, যেখানে মার্কিন ধনকুবের পদ্মজা এবং রামা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনা গাঁটছড়া বাঁধলেন ভামসি গাদিরাজুর সঙ্গে। এই বর্ণাঢ্য বিয়েকে কেন্দ্র করে বলিউড তারকাদের পাশাপাশি আমেরিকান পপস্টার জেনিফার লোপেজের (Jennifer Lopez) পারফরম্যান্স ছিল অন্যতম আকর্ষণ।

বিয়ের এই ঝলমলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে কত টাকার বিনিময়ে এই হাই-প্রোফাইল বিয়েতে গান পরিবেশন করেছেন পপ সেনসেশন জেনিফার লোপেজ?

Jennifer Lopez3

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১৭ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি ২৫ লাখ টাকারও বেশি।

এর আগে ২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা ও অনুসূয়া মহতানির বিয়েতেও প্রধান আকর্ষণ ছিলেন জেনিফার লোপেজ। সেই সময় তাঁর পারিশ্রমিক ছিল প্রায় সাড়ে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৮৯ লাখ)।

jennifer lopez

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেত্রা মনটেনা ও কোফাউন্ডার ভামসি গাদিরাজুর বিয়ে সম্পন্ন হয়েছে উদয়পুরের একাধিক রাজপ্রাসাদে। এর মধ্যে রয়েছে লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহল। বিয়ের দিন কনে নেত্রা সব্যসাচীর লাল শাড়ি এবং বর ক্রিম শেরওয়ানি পরিধান করেন।

Jennifer Lopez2

এই রাজকীয় বিয়েতে অতিথিদের তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং হলিউড-বলিউডের নামকরা উদ্যোক্তা ও তারকারা। বলিউডের তারকাদের মধ্যে রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি স্যানন, মাধুরী দীক্ষিত এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা উপস্থিত ছিলেন।