হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই ছেলের বিরুদ্ধে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ি থেকে এই দম্পতির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তাদের ছেলে নিক রেইনারকে (৩২) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেলে ২৮ বছর বয়সী মেয়ে রোমি রেইনার বাবা-মায়ের রক্তাক্ত মরদেহ প্রথম দেখতে পান। তিনি জানান, তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে পুলিশ নিক রেইনারকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগের রাতে একটি অনুষ্ঠানে বাবা রব রাইনার ও ছেলে নিকের মধ্যে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছিল।
রব রাইনার হলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী পরিচালক। তার পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’, ‘মিজারি’ এবং ‘এ ফিউ গুড মেন’। এছাড়া ষাটের দশকে টিভি সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারও ছিলেন একজন অভিনেত্রী ও প্রযোজক। ১৯৮৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন রব রাইনার। ডেমোক্র্যাটিক দলের এই কট্টর সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কমলা হ্যারিস।