বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এ উৎসবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার মঞ্চস্থ হবে ম্যাড থেটারের নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’।
নাট্যোৎসবের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাটকটির প্লেরাইট আসাদুল ইসলাম ও ডিরেকশন দিয়েছেন কাজী আনিসুল হক বরুণ। ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি।
উল্লেখ্য, ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’-এ নাটকটির দুটি প্রদর্শনী হবে আসামের ডিব্রুগড় ও এলটিজি অডিটরিয়াম, দিল্লিতে। ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশন্যাল স্কুল অব ড্রামা আয়োজিত এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদশ থেকে পাঁচটি দল আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হলো- ম্যাড থেটার (অ্যানা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)।