ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিক্ষোভের মুখে শিল্পকলার নাটক প্রদর্শনী বন্ধ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম

শিল্পকলা একাডেমিতে বিক্ষোভের মুখে একটি নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দেশ নাটক প্রযোজিত নাটক নিত্যপূরাণ মঞ্চায়নের সময় শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন ২০ থেকে ২৫ ব্যক্তি। একটি পক্ষের আপত্তির কারণে নাটক করে দেওয়া হয়।

জানা গেছে, দেশ নাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেওয়ায় তার প্রতি আন্দোলনকারীরা ক্ষুব্ধ ছিলেন। ফলে তাঁর অংশগ্রহণে নাটক মঞ্চস্থ হতে বাধা দেন।

এ পর্যায়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, বেশ কিছু উত্তেজিত জনতা জাতীয় নাট্যশালায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। অনেক কথা হয়েছে, উত্তেজিত জনতার সাথে। কিন্তু তারা এ নাটক বন্ধের দাবি জানান।

এ সময় দর্শক সারি থেকে সৈয়দ জামিল আহমেদকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়, এভাবে কারও কথা বলার অধিকার বন্ধ করা যাবে কী। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অনেক চেষ্টা করেছি, তাদের বোঝানোর জন্য। এতক্ষণ তাদের সাথে কথার যুদ্ধ করেছি। যদি তারা আগুন ধরিয়ে দেয়, এইজন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

MB/FI
আরও পড়ুন