এবার বিজেপির প্রার্থী কঙ্গনা

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রোববার (২৪ মার্চ) প্রকাশিত  সেই তালিকায় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউত। দল তাকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে।  

বিজেপির নির্বাচনে লড়ার টিকিট পেয়ে দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এদিন টুইট করে কঙ্গনা লেখেন, আমার আদরের ভারত এবং ভারতের জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। বিজেপির জাতীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বীকার করছি এবং নির্বাচনে লড়াই করব সেটা জানিয়েছি।

তিনি আরও জানান, আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি আনুষ্ঠানিক ভাবে এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি আশা করব আমি একজন যোগ্য কর্মকর্তা এবং নির্ভরযোগ্য জনপ্রতিনিধি হয়ে উঠব। ধন্যবাদ। সূত্র: হিন্দুস্তান টাইমস।