মোদির দলকে ইংরেজদের দালাল বললেন অভিনেত্রী রূপাঞ্জনা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ইংরেজের দালাল ও ফ্যাসিস্ট বলে তীব্র আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। 

শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দলকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন তিনি। 

ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির দলকে তোপ দাগিয়ে অভিনেত্রী লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।

রূপাঞ্জনা লেখেন, বাংলার মানুষ নিজের কর্তব্য পালন করতে জানে, কারণ তারা মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবকে আমরা যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে উদ্‌যাপন করতে জানি। ভাগ্যিস, আপনাদের মতো দুর্বল চিত্তের মানুষদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলাম। 

তিনি ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে তুলনা করে লেখেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনাদের ইংরেজদের মতোই বিভাজন রাজনীতি আরো মজবুত হয়, আর এতেই আপনারা মজা পেয়ে থাকেন। আসলে আপনারা ওটাই, ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’। ধিক্কার আপনাদের। 

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা। আগে বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এখন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী।

এএইচএ

AHA
আরও পড়ুন