হাতে মেয়ে মালতির মুখের ট্যাটু করলেন প্রিয়াঙ্কা!

একমাত্র মেয়ে মালতিকেই ঘিরে যেন প্রিয়াঙ্কার দুনিয়া। যেখানেই যান সঙ্গে নিয়ে যান পুচকেকে। এবার তো নিজের শরীরে ট্যাটুতে ফুটিয়ে তুললেন মেয়ের মুখ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

ডান হাতে মেয়ের মুখচ্ছবি আঁকিয়েছেন প্রিয়াঙ্কা। বিষয়টি প্রথম নজরে আসে সামাজিক মাধ্যম থেকে। অভিনেত্রী এখন ছুটি কাটাচ্ছেন ফ্রান্সে। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস ও স্বামী নিক জোনাসের সঙ্গে একের পর এক ছবি তিনি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।

সেখানকার একটি ছবিতে দেখা গেছে, ইয়টে বসে রয়েছেন নায়িকা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা জামা। তাঁর ডান হাত এলিয়ে রয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটু মুখাবয়ব। আসলে একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র। বুঝতে অসুবিধা হয় না, ওই মুখাবয়ব আসলে মালতিরই।

অনুরাগীরা অনেকেই ছবির মন্তব্য করেছেন এ প্রসঙ্গে। একজন লিখেছেন, ‘আরে ওটা মালতির মুখ নাকি!’ তার উত্তরে আর এক অনুসরণকারী লিখেছেন, ‘হ্যাঁ, গত এক বছর ধরেই ওটা রয়েছে প্রিয়াঙ্কার হাতে।’

এছাড়া অন্য ছবিগুলোর কোথাও একা বিকিনিতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কোথাও নিকের সঙ্গে, কোথাও মেয়ে মালতির সঙ্গে। কখনও ইয়টের ছবি তো কখনও পানাহারের। একটি ছোট ভিডিও ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কার কোলে বসে তার চুল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে মালতি।