ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দীপিকা থেকে প্রিয়াঙ্কা, যাদের সঙ্গে ‘ঝগড়া’ কারিনার

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:৩০ এএম

বলিপাড়ার সব অভিনেত্রীদের একে অপরের সঙ্গে সম্পর্ক যে দারুণ, এমনটা কিন্তু মোটেও নয়। প্রায় সময়ই বহু অভিনেত্রীর ‘ক্যাটফাইট’-এ জড়িয়ে পড়ার খবরও শোনা যায়। 

এই ঝগড়া কখনও গুরুতর হয়ে ওঠে, কখনও আবার নেহাতই ঠান্ডা লড়াই হয়ে থাকে। যেমন ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় বহুবার অপর অভিনেত্রীর সঙ্গে ‘ক্যাটফাইট’-এর জড়িয়ে পড়েছিলেন কারিনা কাপুর, যা নিয়ে একসময় জোর চর্চাও হত।

বলিউডে একসঙ্গে বহু ছবিতেই কাজ করেছেন কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ বদলে যেতে থাকে। 

কারিনা-প্রিয়াঙ্কার দ্বন্দ্ব বিষয়টি প্রকাশ্যে এসেছিলেন করণ জোহরের 'কফি উইথ করণ'-এ। সেই শোয়ে কারিনা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি এভাবে উচ্চারণ করতে কোথা থেকে শিখলে? তৎক্ষণাৎ প্রিয়াঙ্কা জবাব দেন, যেখান থেকে তোমার বয়ফ্রেন্ড সাইফ আলি খান উচ্চারণ শিখেছে, সেখান থেকেই। তাদের সেই কথোপকথনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়।

দীপিকা পাড়ুকোনের রামলীলা ছবি হয়েছিল সুপারহিট। যদিও এই ছবির জন্য প্রাথমিকভাবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর। তবে কারিনা নাকি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যের কারণে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। 

এদিকে এর ঠিক পরপরই সাইফ-দীপিকার একসঙ্গে একটি ছবিতে কাজ করেন, আর তখন থেকেই কারিনা-দীপিকার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। শুধু তাই নয়, একবার করণ জোহরের শোতে দীপিকাও কারিনাকে নিয়ে রসিকতাও করে বলেন, ওর এবার সমাজসেবামূলক কাজ করা উচিত। বলাই বাহুল্য, কারিনার রামলীলা ছাড়া নিয়েই কটাক্ষ করেছিলেন দিপু।

২০০১ সালে 'আজনবি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কারিনা ও বিপাশা। শোনা যায়, সেই ছবির সেটেই কারিনার বাথরোব নিয়ে তার সঙ্গে বিপাশার সমস্যা তৈরি হয়। 

শোনা গিয়েছিল এই ঝগড়ার জন্য কারিনা নাকি বিপাশাকে 'কালি বিল্লি' বলেও কটাক্ষ করেছিলেন। এরপর, করণ জোহরের শো কফি উইথ করণে, কারিনা বিপাশার তৎকালীন প্রেমিক জন আব্রাহামকে 'এক্সপ্রেশন লেস' অভিব্যক্তিহীন বলে কটাক্ষ করেছিলেন।

প্রথমে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির হাত ধরে বলিউডে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে তিনি সেই ছবি ফিরিয়ে দেওয়ার পর, সেই ছবিতে কাজ করেন আমিশা প্যাটেল। ছবিটি ব্লকবাস্টার হয়, আর আমিশাও রাতারাতি তারকা হয়ে ওঠেন। আর এই ছবির পরই দুজনের মধ্যে কিছুটা তিক্ততা তৈরি হয় বলে খবর পাওয়া গিয়েছিল। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, পরিচালক হৃতিক রোশনের উপর অনেক সময় ব্যয় করলেও, আমিশার ভূমিকায নিয়ে তিনি খুব বেশি সময় দেননি। কারিনা আরও বলেন যে তার বিশ্বাস, যদি তিনি এই ছবিতে কাজ করতেন, তাহলে তিনি আরও বড় তারকা হতেন।

কারিনা একবার এক সাক্ষাৎকারে বলেন যে তাকেই প্রথম ‘হাম দিল দে চুকে সনম’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে ঐশ্বরিয়ার কাছে সেই চরিত্রের প্রস্তাব যায় এবং তিনি চরিত্রে অভিনয়ও করেন। এরপর ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা হওয়ার কারণে, তাকে ‘হিরোইন’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় আসেন কারিনা। আর এরপর থেকেই ঐশ্বরিয়া-কারিনার মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার খবর শোনা যাচ্ছিল।

কারিনার পেশাগত জীবনের কথা বললে, তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম এগেইন’ ছবিতে। ছবিটি সুপারহিট হয়েছিল।

MMS
আরও পড়ুন