বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেমকাহিনি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কীভাবে সাত সমুদ্র তেরো নদীর ওপারের এক গায়কের প্রেমে পড়লেন এই বলিউড সুন্দরী? সেই বহু প্রতীক্ষিত রহস্যের জট এবার অভিনেত্রী নিজেই খুললেন। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ তে হাজির হয়ে এক মজার আড্ডায় তিনি জানিয়েছেন তাদের পরিচয়ের গল্প।
কপিল শর্মার শো এর চতুর্থ সিজনের একটি প্রমো ভিডিওতে প্রিয়াঙ্কাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যায়। আড্ডার এক পর্যায়ে সঞ্চালক কপিল শর্মা কৌতুক করে জানতে চান, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার যোগাযোগ কি পুরনো দিনের মতো ‘পায়রার মাধ্যমে হয়েছিল? জবাবে হেসেই খুন প্রিয়াঙ্কা। রসিকতা করে তিনি বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান ‘এক্স’) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল। অর্থাৎ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারেই যে এই তারকা দম্পতির সম্পর্কের সূত্রপাত, তা স্পষ্ট করে দিলেন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানের শুরুতে কপিল শর্মার ফিটনেস দেখে অবাক হন প্রিয়াঙ্কা। তার ফিটনেসের রহস্য জানতে চাইলে কপিল মজার ছলে বলেন, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তার এই গ্ল্যামার বেড়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কার টুইটার প্রেমের কথা শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’
নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে ও সংসার নিয়ে নেট দুনিয়ায় সবসময়ই চর্চা থাকে। মেট গালার রেড কার্পেট থেকে শুরু করে যোধপুরের রাজকীয় বিয়ে সবকিছুই ছিল রূপকথার মতো। তবে সম্পর্কের শুরুটা যে একটি সাধারণ টুইট বা মেসেজ থেকে হয়েছিল, সেটি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে।
চলচ্চিত্র নির্মাতা রব ও তার স্ত্রীকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার