৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিল

৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিলদক্ষিণী তারকা পরিবারের সন্তান আখিল আক্কিনেনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর জয়নব রাবজির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এই অভিনেতা। আখিল বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির কনিষ্ঠ পুত্র ও নাগা চৈতন্যর ভাই। 

গত শুক্রবার (৬ জুন) সাত পাকে বাঁধা পড়েন আখিল আক্কিনেনি ও জয়নব। বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। আনুষ্ঠানিকতার সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর শনিবার (৭ জুন) হায়দ্রাবাদে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়। এদিন সাদা ফুল ও রাজকীয় সাজসজ্জায় সাজানো হয়েছিল অভিনেতার জুবিলি হিলসের বাড়ি। দক্ষিণী সিনেমার তারকারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিসেপশন অনুষ্ঠানে আখিল পরেছিলেন সাদা টাক্সেডো এবং কালো বোটাই। অন্যদিকে জয়নবকে সুন্দর পিচ রঙের লেহেঙ্গার সঙ্গেভারী হীরার গহনায় দেখা গেছে।

জয়নব শিল্পপতি জুলফি রাবজির মেয়ে। পেশায় একজন চিত্রশিল্পী। বছর খানেক আগে আখিল ও জয়নবের পরিচয় হয়। এরপর চুটিয়ে প্রেম করেছেন তারা। দুজনের বয়সের ব্যবধান নিয়েও কম সমালোচনা হয়নি। ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আখিল আক্কিনেনি। বর্তমানে তার বয়স ৩০ বছর। আর জয়নব রাবজির বয়স ৩৯ বছর। প্রেমের সম্পর্কের পরিণয় ঘটাতে ৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিল।

খবর: এনডিটিভির।