শত্রু পক্ষের দুঃখে মায়া লাগে: প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় ফেসবুক পোস্ট দিয়েছেন। তার পোস্টে তিনি জানিয়েছেন, আজ ‘শত্রুপক্ষের দুঃখের দিন।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করবো, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নেই।

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। তবে কার উদ্দেশে এই বার্তা, স্পষ্ট করেননি প্রভা। বরং এই লেখায় তিনি বুঝিয়েছেন, ব্যক্তিগত বিরোধ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে একজন নারীর দুঃখ তাকে স্পর্শ করে, বেদনাহত করে। তার কথায় প্রতিফলিত হয়েছে সহমর্মিতা, মানবিক বোধ ও নারীত্বের প্রতি দায়বদ্ধতা।

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নেন। এখন তাকে পর্দায় তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরের মতোই আলোচনায়। 

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আরেকটি পরিচয়—দক্ষ মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ‘মেকআপ বাই প্রভা’ যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের অগ্রগতি।