ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ে করলেন ‘লিলিপুট’ ফারহান, পাত্রী কে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক- যাকে সবাই লিলিপুট ফারহান নামেই চেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও অনেক বিভিন্ন সময় কনটেন্টের মাধ্যমে আলোচনায় থাকলেও এবার ব্যক্তিগত জীবন নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনায় উঠে এলেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। মুহূর্তেই ফেসবুক ভরে যায় বিয়ের ছবি ও ভিডিওতে। একের পর এক শুভেচ্ছা বার্তা দিতে থাকেন তার বন্ধু, সহকর্মী ও ভক্তরা।

বিয়ের খবর ছড়ালেও প্রথমে সবার মনে ছিল একটাই প্রশ্ন- কাকে বিয়ে করলেন ফারহান? পারিবারিক নাকি প্রেমের বিয়ে-এ নিয়েও ছিল নানা জল্পনা। পারিবারিকভাবে অনুষ্ঠান হলেও তাদের প্রেমের সম্পর্ক বেশ পুরনো। সেই দীর্ঘ দিনের সম্পর্কই পরিণতি পেল বিয়েতে।

বিয়ে করলেন ফারহান সাদিক

জানা গেছে, ফারহানের স্ত্রীর নাম তাসনিম জেরিন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে অধ্যয়ন করছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে।

বিয়ে করলেন ফারহান সাদিক

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) গায়ে হলুদ ও বুধবার (২৬ নভেম্বর) ঝিনাইদহেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন ফারহান। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররাও শেয়ার করছেন শুভেচ্ছা বার্তা।

বিয়ে করলেন ফারহান সাদিক

কনটেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান মানিক লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় ফারহানের বিয়েটা হয়েই গেলো।’

অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর মাহির ভাষায়, ‘আমার ভাইয়ের জীবনের নতুন শুরু। দোয়া রইলো সুখ ও শান্তির জন্য।’

LH/FJ
আরও পড়ুন