রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এদিকে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।

জোভান পোস্ট দিয়ে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। 

সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘সহমত খুবই সুন্দর কথা বলছেন।’ আরেকজনের মন্তব্য, ‘এরকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।’

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।