সম্প্রতি 'ধুরন্ধর' সিনেমায় শক্তিশালী অভিনয় দিয়ে আলোচনায় আসা বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে এসেছেন লাইমলাইটে। দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে অর্জুন রামপাল এবং তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস তাদের সম্পর্কের এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশ্যে আনেন।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী আয়োজিত সেই পডকাস্টে কথা বলার সময় তাদের বিয়ের প্রসঙ্গ উঠলে গ্যাব্রিয়েলা অপ্রত্যাশিতভাবে তাদের বাগদানের খবর জানান।
গ্যাব্রিয়েলা বলেন, ‘আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?’
গ্যাব্রিয়েলার কথা শুনে অর্জুন দ্রুত তার ভুল শুধরে নিয়ে বলেন, ‘তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।’
অর্জুনের এই কথা শুনে পডকাস্টের সঞ্চালক রিয়া চক্রবর্তী রীতিমতো অবাক হয়ে যান।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্ক প্রায় ছয় বছরের পুরোনো। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুন ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মেহর ও অর্জুনের সেই বিয়েতে মাহিকা রামপাল ও মাইরা রামপাল নামে দুটি সন্তান রয়েছে। তবে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।
মেসির অনুষ্ঠানে ভাঙচুর, আঁচ পেয়েই সটকে পড়েন শাহরুখ 