আসন্ন ঈদুল ফিতরে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে এসে গেছে এই সিনেমার পোস্টার। স্বভাবতই উচ্ছ্বসিত শাকিবিয়ানরা।
তবে সব কিছু পেরিয়ে শাকিবের পারিশ্রমিক নিয়েই চর্চা হচ্ছে বেশি। এই সিনেমার জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড।
সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। যদিও তিনি টাকার পরিমাণ উল্লেখ করতে নারাজ। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, গুঞ্জনই হয়তো সত্যি।
তিনি বলেন, ‘এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলোর চেয়ে পারিশ্রমিক বেশি হওয়াটা স্বাভাবিক।’
শিরিন সুলতান আরও বলেন, আমরা যখন তাকে ‘প্রিন্স’ ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন, মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্থ। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।
২২ আগস্ট ‘প্রিন্স’ সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে। এদিন পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে।
জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এটাও শোনা যাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। যদিও নায়িকাদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।