ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে রোজিনা

একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে  অনেকে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

এদিকে সম্প্রতি অভিনেতাকে দেখতে লন্ডনে গেলেন একসময়ের আলোচিত অভিনেত্রী রওশন আরা রোজিনা। 

রোজিনা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে গণমাধ্যমে বলেন, , ‘অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেইনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’

ILIAS-ROSINA

রোজিনা বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ- শান্ত, ভদ্র এবং মানবিক একজন মানুষ।’

গত ৯ এপ্রিল ইলিয়াস কাঞ্চনের ব্রেনে টিউমার ধরা পড়ে। পরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে। এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়।