এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে বিদ্যা বালানকে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী সিনেমার জগতে পা রাখছেন। দীর্ঘ সময় পর তিনি দক্ষিণ ভারতের সিনেমায় অভিষেক ঘটাতে চলেছেন এবং তা একেবারে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যা বালান তামিল সিনেমা 'জেলার ২'-এ অভিনয় করবেন, যেখানে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় মূল চরিত্রে রয়েছেন রজনীকান্ত। তবে, রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালানকে দেখা যাবে কিনা, সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। সিনেমাটির শুটিং বর্তমানে চেন্নাইতে চলছে এবং পরবর্তী অংশের শুটিং হবে গোয়ায়।

‘জেলার ২’ একটি অ্যাকশন থ্রিলার, যেখানে মিঠুন চক্রবর্তীর চরিত্রটি খলনায়ক হিসেবে উপস্থিত থাকবেন। বিদ্যা বালানের চরিত্রের গুরুত্বও থাকবে, যা ছবিটির গল্পে এক নতুন মোড় আনবে। দীপাবলি উপলক্ষে শুটিং ফ্লোর থেকে ছবির একটি নেপথ্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।

এটি বিদ্যা বালানের জন্য দক্ষিণী সিনেমার জগতে প্রথম পূর্ণাঙ্গ অভিষেক হবে, যদিও ২০১৯ সালে তিনি তামিল ছবি 'নেরকোণ্ডা পারবাই'-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, এই প্রথম তিনি একটি বড় ভূমিকা পালন করতে যাচ্ছেন। তার এই নতুন যাত্রা দক্ষিণী সিনেমার ভক্তদের কাছে এক বিশাল চমক হিসেবে দেখা হচ্ছে।

'জেলার ২' ছবিটি ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয় ২০২৬ সালের জানুয়ারিতে। বিদ্যা বালানের অভিনয় এবং রজনীকান্তের উপস্থিতি এই সিনেমাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে।

বিদ্যা বালান, যিনি কেরালার মেয়ে হলেও মূলত বলিউডের জন্য পরিচিত, তার অভিনয়ের দক্ষতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন ভাষার ছবিতে। টলিউডেও তার কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তবে, দক্ষিণী সিনেমার সঙ্গে তার নতুন এই যাত্রা সত্যিই অনেক দর্শককে উদ্দীপিত করেছে।

এদিকে, ছবির টিমের পক্ষ থেকে শুটিং ফ্লোরের এক ঝলক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ফ্যানদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। শিগগিরই এই সিনেমার আরও তথ্য সামনে আসবে এবং এতে বিদ্যা বালান ও রজনীকান্তের একসাথে পর্দায় উপস্থিতি একটি বড় চমক হিসেবে দেখা যাবে।