ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেম এখন প্রকাশ্যে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৯ এএম

বহু জল্পনা-কল্পনার পর, অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের সম্পর্ককে জনসমক্ষে আনলেন পপ গায়িকা কেটি পেরি (৪১) এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫৩)। 

গত শনিবার রাতে ফ্রান্সের প্যারিসে গায়িকার ৪১তম জন্মদিন উদযাপনের সময় এই তারকা-রাজনৈতিক জুটিকে হাতে হাত রেখে হেঁটে যেতে দেখা যায়।

টিএমজেড থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, এই জুটি প্যারিসের বিখ্যাত ক্যাবারে ভেন্যু ক্রেজি হর্স প্যারিস থেকে বেরিয়ে আসছেন। কেটি পেরি পরেছিলেন একটি জমকালো লাল পোশাক, আর ট্রুডো ছিলেন ক্লাসিক অল-ব্ল্যাক স্যুট-এ। ভিড়ের মধ্যে তারা একে অপরের হাত শক্ত করে ধরে রাখেন, যা তাদের ডেটিংয়ের গুজবকে নিশ্চিত করে।

জুলাই মাসেই এই অপ্রত্যাশিত জুটিকে নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয়, যখন তাদের মন্ট্রিয়ালে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল। এরপর চলতি মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার উপকূলে একটি ইয়টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে জল্পনা আরও বাড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের মতে, কেটি পেরি এই সম্পর্কের প্রতি ‘খুবই আগ্রহী’ এবং তিনি ‘খুব খুশি’ আছেন। যদিও ব্যক্তিগতভাবে সময় কাটাতে চাইলেও, প্যারিসের এই জনসমক্ষে আসা তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

পেরি এবং ট্রুডো উভয়েই সম্প্রতি তাদের দীর্ঘদিনের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

কেটি পেরি চলতি বছরের শুরুতে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান ভেঙে দেন। তবে তারা তাদের পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডোভ ব্লুমের কো-প্যারেন্টিং-এর বিষয়ে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

জাস্টিন ট্রুডো তার স্ত্রী সোফি গ্রেগোয়্যার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবনের পর ২০২৩ সালে বিচ্ছেদের ঘোষণা করেন। এই প্রাক্তন দম্পতির তিনটি সন্তান রয়েছে।

দুই ভিন্ন জগতের দুই হাই-প্রোফাইল ব্যক্তিত্বের এই প্রেম, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এখন আলোচনার শীর্ষে। তাদের সম্পর্ক কতদূর এগোয়, সেদিকে নজর থাকবে বিশ্বজুড়ে ভক্ত ও সমালোচকদের।

HN
আরও পড়ুন