ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধর্মীয় কাঠামো নির্মাণে টাকা দেবেন না বিদ্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ এএম

'দেশে ধর্মের নামে মেরুকরণ বেড়েছে। ধর্ম নিয়ে তাই নানান সমস্যাও বেড়েছে। মানুষ সারাক্ষণ এমন কিছু খুঁজছে, যেটা তাঁদের পরিচয় এনে দিতে পারে। এর আগে দেশের কোনও ধর্মীয় পরিচয় ছিল না। তবে আজ পরিস্থিতি এক্কেবারেই আলাদা।'- সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মীয় মেরুকরণ নিয়ে এভাবেই মুখ খুলেছেন বিদ্যা বালান। 

আপনার কি মনে হয় দেশে আগের থেকে অনেক বেশি মেরুকরণ বেড়েছে? এই প্রশ্নের উত্তরে বিদ্যা বলেন, ‘অবশ্যই আগের থেকে অনেক বেশি মেরুকরণ হচ্ছে। আগে দেশবাসীর কোনও ধর্মীয় পরিচয় ছিল না, তবে এখন কেন জানি না, সর্বত্রই মেরুকরণ হচ্ছে। রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই। এখন আমরা এই পৃথিবীতে হারিয়ে গিয়েছি। তাই আমরা নিজেদের পরিচয় খুঁজছি। সেটা হয়ত আমাদের সহজাত প্রবৃত্তি নয়, তবে আমরা আসলে কোনও কিছুর সঙ্গে নিজেকে সংযুক্ত করতে চাইছি।’

বিদ্যার কথায়, ‘আসলে সবকিছু হারিয়ে গিয়েছে। ধর্ম হোক বা সচেতনতা, লোকজন বলছেন এটাই আসলে আমি। কিন্তু আপনি জানেন না আপনি কে! 

বিদ্যার মতে,  সকলেরই আত্মীয়তার অনুভূতি দরকার। এই পৃথিবীতে, সোশ্যাল মিডিয়ার প্রসারের সঙ্গে আমরা আগের চেয়ে অনেক বেশি নিঃসঙ্গ। তাই সহজেই আমরা কোনও ধারণার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলছি। গোটা বিশ্বেই আজ মেরুকরণ হচ্ছে।

নিজের অবস্থান স্পষ্ট করে বিদ্যা বলেন, তিনি ধর্মের জন্য বা কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দান করেন না। তাঁর কথায়, হাসপাতাল, স্কুল, বাথরুম এইসব জিনিস তৈরির জন্য আপনি টাকা চাইলে আমি নিশ্চয় টাকা দেব। তবে কোনও ধর্মীয় কাঠামো তৈরির জন্য আমি কখনও কোনও টাকা দেব না। যদিও আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক ব্যক্তি, নিয়মিত পুজো করি।'

বিদ্যা বালান সাক্ষাৎকারে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, আজকাল রাজনৈতিক কিছু বলে বসলেই ছবি বয়কটের ডাক উঠতে পারে। বিদ্যা জানান, রাজনীতিকে ভয়ই পান তিনি। ছবি বয়কট সুযোগ করে দিয়ে ছবির সঙ্গে জড়িত  অন্যদের ক্ষতি করতে রাজি নন তিনি

AH
আরও পড়ুন