১০ বছর পরে মঞ্চ মাতাবেন বেবী নাজনীন। বিজয় দিবসের কনসার্টে আবারও গাইবেন ব্ল্যাক ডায়মন্ড। ওইদিন ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে কিন্নরকণ্ঠীর দেখা মিলবে লাখো ভক্তের সম্মেলনে।
দীর্ঘ এ সময় নির্বাসিত ছিলেন জনপ্রিয় এই শিল্পী। দেশের কোনো স্টেজ শোতে গান না করলেও ইউরোপ-আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়েছেন এ সময়। স্যোশাল মিডিয়াতে কখনোই দেখা যায়নি গান নিয়ে তাকে। দীর্ঘ এক দশক তার শ্রোতারা বঞ্চিত হয়েছেন গানের অ্যালবাম থেকেও।
২০১৪ সালের পর আমেরিকা থেকে দেশে ফেরেন গত ১০ নভেম্বর। দেশের মাটিতে পা রেখেই বেবী নাজনীন সাংবাদিকদের আক্ষেপ করে বলেছিলেন, বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণেই দেশে তার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে। দীর্ঘ এ সময় তাকে গাইতে দেয়া হয়নি!
সে সময় জানিয়েছেন সুখবরও। শিল্পীর ভাষ্যে, ‘অনেকগুলো নতুন গান প্রস্তুত আছে। শিগগিরই সেগুলো রেকর্ড হবে। আমি এখন কনসার্ট করব। সামনে থেকে আমার ভক্তদের দেখব। আমার ইচ্ছামতো তাদের সামনে গাইব।’
ওই প্রতিশ্রুতি রাখতে প্রথম দফায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজপথের কনসার্ট মাতাবেন বেবী নাজনীন। এই দক্ষযজ্ঞের আয়োজন করেছে বিএনপি।
জানা গেছে, এ কনসার্টে আরও পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনক চাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনাসহ বাউল শিল্পীরা। থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।
বলা ভাল, সেই ১৯৮০ সালে প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন বেবী নজনীন। এহতেশামের ‘লাগাম’ সিনেমার গানটির সুর ও সংগীত করেন আজাদ রহমান। ১৯৮৭ সালে মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘পত্রমিতা’। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
অসম্ভব জনপ্রিয়তা পায় তার গাওয়া ‘নিঃশব্দ সুর’, ‘কাল সারা রাত’, ‘প্রেম করিলেও দায়’, ‘দুচোখে ঘুম আসে না’ অ্যালবামগুলোর আধুনিক গান।
একের পর এক ‘ওই রংধনু থেকে’, ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’…ইত্যাদি গানে জয় করেছেন ভক্তের মন। আর তার সর্বশেষ একক অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন’।