বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই।
তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী করি না। দেশ আমাদের সকলের। তাই দেশের প্রতি আমাদের ভালোবাসাও চিরন্তন।
শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের সাথে ছিলাম, দলের সাথে আছি।
তিনি বলেন, অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকবো।
পরে তিনি স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং কিছু সময় কাটান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি সৈয়দপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ।
