৪০ বছরের যাত্রা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি

চার দশকেরও বেশি সময় সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া মার্কিন টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) তার যুক্তরাজ্য শাখার কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে বন্ধ হয়ে যাবে ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ এবং ‘এমটিভি লাইভ’ চ্যানেলগুলোর সম্প্রচার। এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে চ্যানেলটির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন থেকে টেলিভিশন নেটওয়ার্ককে ছোট করে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে এমটিভি। সংগীত ভিডিও সম্প্রচারের মাধ্যমে শুরু হলেও এটি দ্রুতই তরুণদের জীবনধারা, ফ্যাশন এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভের পর ১৯৯৬ সালে ভারতে এবং ১৯৯৭ সালে যুক্তরাজ্যে সম্প্রচার শুরু করে চ্যানেলটি।

তবে সময়ের সাথে বদলে গেছে দর্শকের অভ্যাস। ইউটিউব, স্পটিফাই এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের দাপটে টেলিভিশনের দর্শকসংখ্যা কমেছে। এমটিভির সাবেক ভিডিও জকি সিমোন অ্যাঙ্গেল বলেন, ‘এটা কষ্টের সময়। এমটিভি শুধু গান নয়, ছিল নাচ, ফ্যাশন আর তরুণদের মিলনস্থল।’

তবে ভারতের ‘এমটিভি ইন্ডিয়া’ এখনো সক্রিয় রয়েছে। সেখানে ‘রোডিজ’ ও ‘স্প্লিটসভিলা’-র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোগুলো তরুণ দর্শকের কাছে এখনো সমান জনপ্রিয়।

এক সময় যে চ্যানেলটি তরুণ সংস্কৃতির মুখপাত্র ছিল, ডিজিটাল যুগের চাপে তার সেই গৌরব হারাতে বসেছে এ যেন একটি যুগের অবসান।