জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন কানাডার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’তে আবারও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে কানাডার সারে শহরে অবস্থিত এই ক্যাফেতে টানা তিন দফা গুলি চালানো হয়। তবে সৌভাগ্যক্রমে এতে কোনও হতাহত হয়নি, জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ক্যাফের সামনে পুলিশি তৎপরতা চলছে এবং চারপাশ ঘিরে রাখা হয়েছে।
এ ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু ওরফে নেপালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গুলিবর্ষণের দায় স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, কয়েক মাসের ব্যবধানে এটি কপিল শর্মার ক্যাফেতে তৃতীয় হামলা। এতে নতুন করে প্রশ্ন উঠেছে কানাডায় কপিলের ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে।
গত বছর থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এখন সেই হুমকির তালিকায় কপিল শর্মার নামও যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ পুরো বিষয়টি সন্ত্রাসী হামলা নাকি ভয় দেখানোর কৌশল তা খতিয়ে দেখছে। স্থানীয় ব্যবসায়ী মহলে এই হামলার ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতি মাসে যত টাকা আয় করেন রিপন মিয়া
ভাওয়াইয়া সুরের অঞ্চল কুড়িগ্রামে হলো এবারের ‘ইত্যাদি’