অবশেষে সামাজিক মাধ্যমে ফিরলেন রিপন মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে আবারও সরব হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে ফের আলোচনায় এলেন তিনি। ছবিতে দেখা যায়, রিপন মিয়া একটি সুইমিংপুলে পানিতে নেমে আছেন। ক্যাপশনে লেখা ‘আইলাবিউ’।

তবে ছবিটি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা এটি কি সত্যিই রিপন মিয়া নিজে পোস্ট করেছেন, নাকি তার হয়ে পরিচালনাকারী কেউ, যেমন ম্যানেজার সজিব।

রিপনের এই নতুন উপস্থিতিকে অনেক নেটিজেন স্বাগত জানিয়েছেন, তবে প্রশ্ন ও সংশয়ও রয়ে গেছে। একসময় সরল-সাদাসিধে ইমেজ দিয়ে ভক্তদের হৃদয় জয় করা রিপন মিয়া পরবর্তীতে বিতর্কে জড়িয়ে পড়েন।

তার সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল এক অভিযোগমূলক ভিডিও, যার পরেই সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে তাকে ঘিরে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

রিপনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মায়ের দেখাশোনা করেন না, মা-বাবা থাকেন ভাঙা ঘরে, অথচ তিনি নিজে থাকেন নতুন বাড়িতে। এই অভিযোগ সামনে আসার পর টেলিভিশন সাক্ষাৎকারে মা ও স্ত্রীকে নিয়ে হাজির হন রিপন, এবং অভিযোগগুলো অস্বীকার করেন। মা জানান, তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছিল। এরপর থেকেই কিছুটা লোকচক্ষুর আড়ালে চলে যান রিপন মিয়া।

নতুন করে এই সুইমিংপুলের ছবি পোস্ট অনেকের কাছে রিপনের ফিরে আসার বার্তা হিসেবেই দেখা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, এটি একটি কৌশল নেটিজেনদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা। আবার কেউ প্রশ্ন তুলেছেন, এই ‘আইলাবিউ’ আসলে কার উদ্দেশে। যদিও এখনো স্পষ্ট নয়, সামনে রিপন মিয়া আবারও আগের মতো কনটেন্ট তৈরি শুরু করবেন কি না।