ঘূর্ণিঝড় রেমাল ‘সিভিয়ার সাইক্লোনে’ পরিণত হতে পারে

ঘূর্ণিঝড় রেমাল ‘সিভিয়ার সাইক্লোনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।

তিনি জানিয়েছেন, এটি অতি প্রবল আকার ধারণ করে দেশের উপকূলীয় অঞ্চলে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ।

শনিবার (২৫ মে) দুপুরে ঢাকার আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে এ তথ্য জানান তিনি। 

আজিজুর রহমান বলেন, সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। শনিবার রাত ৯টায় আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরের দিন রোববার সকাল নাগাদ এটি রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে।