ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার (২৫ মে) রাত ৮টার পর থেকে এ ভারী বৃষ্টিপাত শুরু হয়। শুধু কক্সবাজার শহর নয়, জেলার উখিয়া, রামু, ঈদগাঁও, চকরিয়াসহ বিভিন্ন স্থানেও এ বৃষ্টিপাত হচ্ছে বলে খবর নিয়ে জানা গেছে।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছিল কক্সবাজার শহরে। এদিকে কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের আকার এবং কিছুটা বাতাসের তীব্রতা।
অন্যদিকে শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে লাল-হলুদ পতাকা নামিয়ে লাল পতাকা টাঙানো হয়েছে। লাল পতাকার অর্থ হচ্ছে সমুদ্র নামলেই বিপদ। বিদপ সংকেত বুঝাতে টাঙানো হয়েছে লাল পতাকা। কিন্তু এ নির্দেশনা না মেনে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেককেই গোসল করতে দেখা গেছে শনিবার বিকেলে।
