কুয়াশা কমার সম্ভাবনা নেই আজও, ছয় স্থানে শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতের দাপট দেশজুড়ে। দেশের অন্তত ছয় স্থানে চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, শুক্রবার সারা দিন কুয়াশা কমার তেমন লক্ষণ নেই। 

এদিকে, শুক্রবার (৩ জানুয়ারি) সকালেও বৃহস্পতিবারের মতো রাজধানী কুয়াশার চাদরে ঢেকে আছে। বেড়েছে শীতের অনুভূতিও। রাজধানীতে আজকের তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবারও রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের মুখ দেখার সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

ঘন কুয়াশার মধ্যে শুক্রবার দেশের কয়েকটি স্থানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ শহরে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামের রাজারহাটের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুষ্টিয়ায় শুক্রবারের তাপমাত্রা ৯ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ৮, নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৫।

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার থেকে যে ঘন কুয়াশা বিভিন্ন স্থানে পড়তে শুরু করেছে, একে বলে পরিচালন কুয়াশা। ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে এক দীর্ঘ কুয়াশার চাদর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে।